দ্রুত আরোগ্যের রূপরেখা অর্গানন পর্ব ৩ডা. কে এম
আলাউদ্দীন
সূচনা
বাংলাদেশ
হোমিওপ্যাথিক পরিষদ আয়োজিত অনলাইন উচ্চতর প্রশিক্ষণ ক্লাসে অর্গানন বিষয়ের উপর এটা
আমার তৃতীয় বক্তব্য।
প্রথম পর্বে আমার
আলোচ্য বিষয় ছিল, চিকিৎসা বিজ্ঞানী হানেমান ও তার প্রত্যাশা
এবং দ্বিতীয় পর্বে আমি আলোচনা করেছি,
অর্গানন-এর ভূমিকা। আমি চাই হানেমানের অর্গানন অফ মেডিসিনের
মূল বক্তব্য সমূহ সর্বস্তরের পাঠক-পাঠিকাদের মাঝে সরল ও সহজভাবে উপস্থাপন
করতে।
হানিমান
তৎকালীন চিকিৎসাবিজ্ঞানে,
১৭৮৯ সালে সর্বোচ্চ
এমডি ডিগ্রী লাভ করেন।
চিকিৎসা পেশার প্রথম
থেকেই তিনি রুগ্ন মানুষের কল্যাণ চিন্তায় আত্মনিয়োগ করেছিলেন। হানেমানের জীবনী পাঠে আমরা জানতে পারি
তিনি যন্ত্রণাক্লিষ্ট রোগীর যন্ত্রণা লাঘবের জন্য সর্বদা সচেষ্ট থাকতেন, তার চিন্তা ছিল কিভাবে রোগীকে দ্রুত আরোগ্যের
পথে এগিয়ে নেয়া যায়।
তার চিকিৎসা জীবনের
জটিল পথ পরিক্রমার একপর্যায়ে ১৭৯০ সালে তিনি খুঁজে পেলেন চিকিৎসা বিজ্ঞানের নতুন এক
আলোকবর্তিকা।
পরবর্তী সময়ে তিনি
সে চিকিৎসাবিজ্ঞানের নাম দিলেন হোমিওপ্যাথি বা সদৃশ বিধান। এ বিধানের মৌলিক গ্রন্থ অর্গানন অব মেডিসিন-এ তিনি তুলে ধরলেন তার কাঙ্খিত দ্রুত
আরোগ্যের রুপরেখা, যা আমার আজকের আলোচ্য বিষয়।
আলোচনার
উৎস
হানেমান
তার অর্গানন অব মেডিসিন গ্রন্থের দ্বিতীয় অনুচ্ছেদে উল্লেখ করেন, "আরোগ্যর সর্বোচ্চ আদর্শ হচ্ছে স্বাস্থ্যের
দ্রুত, শান্ত এবং স্থায়ী পুনরুদ্ধার অথবা সবচেয়ে
অল্প সময়ে, সবচেয়ে নির্ভরযোগ্য এবং সবচেয়ে নির্দোষভাবে, সহজবোধ্য নীতি ভিত্তিক ব্যাধিকে এর সামগ্রিক
পরিসরে অপসারণ এবং আরোগ্য করা।
The highest Ideal of cure is rapid, gentle and
permanent restoration of the health or removal and annihilation of the disease
in its whole extent in the shortest, most reliable and most harmless way, on
easily comprehensive principles.
সকল
রোগীই চায় দ্রুত রোগ থেকে মুক্তি পেতে, চিকিৎসকবৃন্দের
প্রথম কাজই হবে কিভাবে রোগীর আরোগ্য সাধন করা যায় তা অনুধাবন করা। সে কারণে এ অনুচ্ছেদের দ্রুত (rapid) শব্দটি এবং এর তাৎপর্য অনুধাবন করা আমাদের
প্রত্যেক চিকিৎসকের একান্ত কর্তব্য।
এ বিষয়টি বিবেচনা
করেই আমি আমার আলোচ্য বিষয়ের শিরোনাম রেখেছি, "দ্রুত আরোগ্যের রূপরেখা"। আমার আলোচ্য বিষয়টি অর্গানন অফ মেডিসিন
এর এক থেকে চতুর্থ অনুচ্ছেদের আলোকে উপস্থাপন করতে চাই।
রোগীকে
দ্রুত আরোগ্য দানের প্রথম পদক্ষেপ হিসেবে ডাঃ জে টি ক্যান্টের কয়েকটি কথা স্মরণ করতে
চাই, যা আমার আলোচ্য বিষয়ে সহায়ক ভূমিকা
পালন করবে।
১। মানুষ তার বাসনা ও বুদ্ধির সমষ্টি এবং
দেহটি তার বাসগৃহ।
২। দেহের তন্তুগুলোর পরিবর্তন রোগের ফলে
ঘটে, তারা রোগ নয়।
৩। রোগের উপসর্গকে যে চিকিৎসক রোগ হিসেবে
বিবেচনা করেন এবং আশা করেন রোগটি তিনি নির্মূল করবেন তিনি পাগল।
৪। বহ্যিক কারণে মানুষ রুগ্ন হয় না। তার নিজের মধ্যে যে সমস্ত কারণগুলো বর্তমান
তা থেকেই রোগের সৃষ্টি।
(ক্যান্টের দর্শন, প্রথম ব্যাখ্যান)
● আজকের আলোচ্য বিষয় থেকে যা জানা যাবে
১। অর্গানন এর নিয়ম নীতি দ্রুত আরোগ্য এর
প্রধান উপাদান।
২। স্বাস্থ্যে পুনঃ সংস্থাপন-এর বাস্তব দিক নির্দেশনা সমূহ।
৩। নতুন পদ্ধতিই দ্রুত আরোগ্য প্রধান হাতিয়ার।
৪। আরোগ্যের ক্ষেত্র ও চিকিৎসকের প্রস্তুতি
পর্ব সমূহ।
বিষয়গুলোকে সংক্ষেপে
বলা যায়ঃ
Theory, Restore, Administration, Disease
(TRAD)
অর্থাৎ
এভাবেও বলা যায়, মূলত জানতে হবে, Theory of restore, administration
and disease. আর এগুলো
জানলেই rapid cure সম্পর্কে জানা যাবে।
১।
অর্গানন-এর নিয়ম নীতি দ্রুত আরোগ্য এর প্রধান উপাদান।
বিষয়টি
আলোচনা করার পূর্বে প্রথমেই হানেমান-এর অর্গানন অব মেডিসিন এর ভূমিকা থেকে
কয়েকটি উদ্ধৃতি পেশ করতে চাই।
হানেমান সেখানে বলেনঃ
*আমার বিশ্বাসের ফলসমূহ এ গ্রন্থে লেখা
হয়েছে। ( অর্গানন, ১ম সংস্করণের ভূমিকা)
*আমার পূর্বে প্রকৃত আরোগ্য কলা আবিস্কৃত
হয়নি।( অর্গানন, ৪র্থ সংস্করণের ভূমিকা)
*তা-ই (হোমিওপ্যাথি) আমার আবিস্কৃত প্রকৃত আরোগ্য কলা। ( অর্গানন, ৬ষ্ঠ সংস্করণের ভূমিকা)
হোমিওপ্যাথিক
চিকিৎসার পথে অগ্রসর হতে হলে প্রথমেই আমাদেরকে অর্গানন এর নিয়ম নীতি সম্পর্কে সুস্পষ্ট
ধারণা জেনে নিতে হবে।
'অর্গানন' এর মধ্যেই লুকানো রয়েছে হোমিওপ্যাথি
চিকিৎসা বিজ্ঞানের সকল নিয়ম-নীতি। চিকিৎসা ক্ষেত্রে দ্রুত আরোগ্য লাভের
জন্য আমাদেরকে তাই অর্গানন এর ছেড়ে প্রবেশ করতে হবে। এই বিষয়টি সহজভাবে উপস্থাপনের পূর্বে
চলুন, প্রথমেই আমরা দেখে আসি অর্গাননের ছায়াচিত্র
অর্থাৎ এক নজরে অর্গানন এর বিষয় সমূহ।
এক
নজরে অর্গানন (১-২৯১)
অর্গানন
অভ্ মেডিসিন ষষ্ঠ সংস্করণ সমগ্ৰ চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে এমন একটি গ্রন্থ যা পূর্বের
প্রচলিত সকল চিকিৎসা গ্রন্থের মধ্যে এক বিশেষ স্থান অধিকার করে নিয়েছে। এটা একাধারে চিকিৎসা বিজ্ঞানের ইতিহাস, দর্শন ও চিকিৎসা বিজ্ঞান সম্পর্কিত এক
উৎকর্ষ সাহিত্য গ্রন্থ।
এ গ্রন্থটির বিষয়বস্তু
সমূহ অনুধাবনের পূর্বে আমি সংক্ষিপ্তভাবে এ গ্রন্থটির ধারা ক্রম বা সংক্ষিপ্ত রূপ আপনাদের
সামনে তুলে ধরতে চাই,
যা হবে তরুন চিকিৎসক
বা অনুরাগী ছাত্র-ছাত্রীদের জন্য বিষয়বস্তু সমূহের একটি
ছায়া-চিত্র মাত্র। আমার বিশ্বাস, 'চিকিৎসককে জানতে হবে গতিময় সদৃশ আরোগ্য
বিধান" এ বাক্যটি স্মরণ থাকলে অর্গাননের কোথায়
কি আছে অর্থাৎ অর্গাননের এক সংক্ষিপ্ত সূচিপত্র আমাদের সম্মুখে ভেসে ওঠবে বলে আমি মনে
করি।
এখানে 'চিকিৎসক' যে সকল মৌলিক বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন
করবেন তা আলোচনা করা হয়েছে অনুচ্ছেদ ১ থেকে ৮ এর মধ্যে।
'গতিময়তা'-ই মূলত হোমিওপ্যাথির মৌলিক বিষয় বলে
আমি মনে করি হানেমান যা ধারাবাহিকভাবে আলোচনা করেছেন অধ্যায় ৯ থেকে ২৩ অধ্যায় সমূহের
মধ্যে। সেখানে তিনি জীবনীশক্তি (৯-১০), রোগ শক্তি (১১-১৮) ও ঔষধ শক্তি (১৯-২৩) কে গতিশীল বলে উল্লেখ করেছেন। যথাস্থানে তা ধারাবাহিকভাবে পরবর্তী পর্ব
সমূহে আলোকপাত করা এহবে।
তবে সদৃশ্য বিধানের
মৌলিক সূত্র সমূহ এবং যৌক্তিক ভাবে তার বিশ্লেষণ করা হয়েছে অর্গানন অধ্যায় ২৪ থেকে
৭০ নং অনুচ্ছেদ সমূহে।
যেখানে রয়েছে সদৃশ
নীতি (২৪-৩৪), বিসদৃশ নীতি (৩৫-৪২), প্রকৃতির শিক্ষা (৪৩-৫১) ও হোমিওপ্যাথি (৫২-৭০) বিষয়েসমূহে ব্যাপক আলোচনা। এখানে তিনি বিসদৃশ বিধান চিকিৎসার অসারতা
প্রমাণ করে সদৃশবিধানের প্রয়োজনীয়তা তুলে ধরতে সার্বিক প্রচেষ্টা গ্রহণ করেছেন। আজও যা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ
এবং যুক্তিপূর্ণ ব্যাখ্যা হিসেবে গ্রহণযোগ্য বলে মনে হয়।
তাছাড়া অর্গানন
এর প্রথম অধ্যায় থেকেও অর্গাননের সারসংক্ষেপ কে স্মরণ রাখার জন্য সুচি বিন্যাস করা
সম্ভব
The physician's (1-8) high and only mission is
to restore (24-70) the sick to health (9-23) to cure (71-291), as it is termed
(1-291).
২।
স্বাস্থ্যে
পুনঃ সংস্থাপন-এর বাস্তব দিক নির্দেশনা সমূহ
হানেমানের
চিকিৎসা বিজ্ঞান সাধনার মূল ভিত্তিভূমি ছিল 'রোগীর
স্বাস্থ্যকে পুনঃ সংস্থাপন করা'। তার পূর্বযুগেও চিকিৎসা পদ্ধতির এ বিধান
প্রচলিত ছিল যার নাম ছিল সাদৃশ বিধান,
গ্রীক ভাষায় যাকে
বলা হত,
"Simillia Similibus currenture", এর অর্থ হলো সদৃশ্য
রোগাবস্থাকে
সদৃশ্য রোগ লক্ষণ সৃষ্টিকারী ওষুধ দ্বারা চিকিৎসা। হানেমান এ চিকিৎসা বিধানের পূর্ণাঙ্গ
দিক-নির্দেশনা, নিয়ম-নীতি, লক্ষ্য উদ্দেশ্য ও আদর্শ এবং এর সার্বিক
ব্যবস্থাপনা প্রায় সম্পূর্ণভাবে আমাদের সামনে পেশ করে গিয়েছেন। তার নিরলস পরীক্ষা-নিরীক্ষা ও গবেষণার ফসল অর্গানন অফ মেডিসিন
গ্রন্থের প্রথম অধ্যায়ে-ই যা উল্লেখ করা হয়েছে। সেখানে তিনি স্পষ্ট ভাষায় উল্লেখ করেন, "চিকিৎসকের একমাত্র লক্ষ্য ও উদ্দেশ্য
রোগীকে স্বাস্থ্যে পুনঃ সংস্থাপন"।
The physician's (1-8) high and only mission is
to restore (24-70) the sick to health (9-23) to cure (71-291), as it is termed
(1-291).
অর্গাননের
প্রথম অধ্যায়ের কয়েকটি শব্দ নিয়ে আমি আপনাদের সামনে আরোগ্য সম্পর্কে হানেমানের দৃষ্টিভঙ্গি
পেশ করতে চাচ্ছি।
এখানে যে শব্দ কয়টি
বিশ্লেষণ করা প্রয়োজন বলে আমি মনে করি তা হলঃ ১। স্বাস্থ্য (health) ২। রুগ্নতা (sick) ৩। আরোগ্য বা পুনঃ স্বাস্থ্য সংস্থাপন (cure/restore)
আমাদের
চিকিৎসা বিজ্ঞানের কেন্দ্রীয় চরিত্র জীবন্ত মানুষ। উল্লেখিত বিষয় সমূহ আলোচনা করার পূর্বে
আমরা অবশ্যই জেনে নেব জীবন্ত মানুষের কোন কোন দিক নিয়ে আমরা চিকিৎসার পথে অগ্রসর হব। এখানে আমি যে কথাটি বলতে চাই তা হল, শুধু দেহ, আত্মা ও মন নিয়েই মানুষ নয়। আরও একটি দিক রয়েছে তা হলো, জীবনী শক্তি। আমরা জানি, আত্মা আমাদের আলোচ্য বিষয় নয় তা ধর্ম
ও দর্শনের আলোচ্য বিষয়।
আমি মনে করি, মূলত দেহ নিয়ে দেহের সমস্যা নিয়ে দেহের
রোগ নিয়ে আমরা আলোচনা করতে বেশি পছন্দ করি তবে মনকে বাদ দিয়ে শুধু দেহ নিয়ে আলোচনা
করাই রোগী আরোগ্যের একমাত্র পথ হতে পারে না। সাধারণত দৃশ্যমান দেহ ও মন নিয়েই আমাদের
চিকিৎসা বিজ্ঞানের পথ চলা।
কিন্তু শুধু মন এবং
দেহ নিয়ে আলোচনা করলে চিকিৎসা বিজ্ঞানের অনেক ধারণাই অপূর্ণ থেকে যাবে বলে হানেমান
মনে করেন তাই তিনি দেহ মনের ভারসাম্যপূর্ণ একটি অবস্থার কথা চিন্তা করেছেন যার নাম
দিয়েছেন জীবনীশক্তি।
জীবনী শক্তির ধারণা
হোমিওপ্যাথি চিকিৎসা বিজ্ঞানের এক অসাধারণ আলোচ্য বিষয় যাকে বাদ দিলে রোগবিষয়ক আলোচনার
অনেক কিছু বুঝতেই আমাদের জন্য কষ্টসাধ্য হয়ে দেখা দিতে পারে। সে বিষয়টি আমরা অর্গানন-এর ৯ ও ১০ নং অধ্যায়ের আলোচনার সময়
পরবর্তীতে আলোচনা করব ইনশাল্লাহ।
স্বাস্থ্য
সম্পর্কে বিভিন্নজনের বিভিন্ন মত থাকতেই পারে। সাধারণভাবে আমরা জানি যে, জীবন গতির স্বাভাবিক চলমান অবস্থার নামে
স্বাস্থ্য এখানে মানুষকে মানুষের সাথে সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে মানসিক প্রশান্তি
থাকতে হবে আত্ম জিজ্ঞাসা আর উত্তর খুঁজে পেতে হবে দৈহিক স্বাভাবিক চাহিদার ক্ষেত্রে
পরিবেশের সাথে খারাপ খাইয়ে নিতে নিজের যোগ্যতা থাকতে হবে সর্বোপরি সামাজিক পরিবেশের
মধ্যে তাকে আত্মবিশ্বাসের সাথে ভারসাম্যপূর্ণ অবস্থা বজায় রাখতে হবে। আর এসব বিষয়ে আমরা প্রতিফলন দেখতে পাই
বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্বাস্থ্য সম্পর্কিত ঘোষণার মধ্যে যেখানে উল্লেখ করা হয়েছে
তাকে সুস্থ মানুষ বলা যায় যা রয়েছে সামাস মানসিক সুস্থতা আধ্যাত্মিক বিষয়ে সুস্পষ্ট
ধারণা দৈহিক সুস্থতার উপলব্ধি ও সামাজিক পরিবেশে নিজেকে যোগ্য করে তোলার সেতো না বোধ।
প্রসঙ্গত
এখানে দ্বিতল কাজ ের স্বাস্থ্য বিস্তার স্বাস্থ্য বিষয়ক ধারণা উল্লেখ করা যেতে পারে। মানুষ দৈহিক রোগ থেকে মুক্তি পেয়ে দৈহিক
স্বাস্থ্য সাচ্ছন্দ্যতা অনুভব করবে অতি আবেগ থেকে মুক্তি পেয়ে তার মধ্যে দেখা দিবে
প্রশান্তি এবং মানসিক স্তরে বিরাজিত স্বার্থপরতা থেকে মুক্তি পেয়ে তার চৈতন্যের মধ্যে
ধরা দেবে চিরসত্যের মিলনমেলা।
জীবনে
উল্লেখিত অবস্থা সমূহের বিপর্যয় দেখা দিলে একটা বিশৃঙ্খল অবস্থাযর সৃষ্টি হয় যা মানুষের
দেহ মনকে বিশৃঙ্খল করে তোলে।
তখন মানুষের জীবন
যাপন পদ্ধতি, চিন্তা ও চেতনার মধ্যে দেখা দেয় বিশৃঙ্খলা। সে তখন সমাজ পরিবেশের সাথে, ব্যক্তি ব্যক্তির সাথে, এমনকি নিজেকে
নিজের
সাথে মানিয়ে নিতে পারে না;
এ বিশৃঙ্খলা অবস্থাই
মূলত রুগ্নতা।
হানেমান
সুস্পষ্টভাবে
তাই উল্লেখ করেছেন জীবনী শক্তির বিশৃঙ্খলাই অসুস্থতা অর্থাৎ রুগ্নতা। এ রুগ্নতাকে বুঝাবার জন্য অর্গাননের ইংরেজি
অনুবাদে একটি শব্দ দেখতে পাই
sick । Sick থেকে আমরা নিম্নলিখিত একটি ধারণা পেতে
পারি। যেমন-
1. S✓suffering, sign and symptoms (দুর্ভোগ, চিহ্ন ও লক্ষণসমূহ)
2. I✓individualisation, totally of
symptoms (ব্যক্তিস্বাতন্ত্র, লক্ষণ সমষ্টি)
3. C✓constitution, condition (ধাতু প্রকৃতি, অবস্থা)
4. K✓kin/ kindred, blood relation (বংশ, রক্ত-সম্পর্ক)
এখানে
প্রথম দুটি বিষয় (১,২)
'জীবনীশক্তি'র বিশৃংখলার বাহ্যিক প্রকাশ বলে মনে করা
যেতে পারে এবং পরবর্তী দুটি বিষয়
(৩,৪) এক কথায় 'কনস্টিটিউশনাল' অবস্থা বলে বিবেচনা করা যেতে পারে। উল্লেখিত 'জীবনীশক্তি' ও 'কনস্টিটিউশনাল'
বিষয়গুলো
ভালোভাবে অনুধাবনের উপরেই একজন মানুষের রুগ্নতা সম্পর্কে সুস্পষ্ট ধারণা পাওয়া যাবে
বলে আমি মনে করি।
আসল
কথা হলো,"
জীবন প্রক্রিয়ার
অভ্যন্তরে নয় রোগ আরোগ্যের জন্য বাহ্যিক বোধগম্য চিত্র অনুধাবন (৬)" করার মাধ্যমেই রোগ আরোগ্য করা সম্ভব। শুধু রোগ শক্তির অপসারণ করাই নয় স্বাস্থ্যের
পুনঃপ্রতিষ্ঠা করাই আমাদের চিকিৎসা জীবনের একমাত্র লক্ষ্য হওয়া উচিত। কারণ অর্গাননের প্রথম অধ্যায় অনুযায়ী
চিকিৎসককে যে কাজটি করতে হবে তা'হলো পুনঃস্বাস্থ্যে প্রতিষ্ঠা করে রোগীর
আরোগ্য সাধন করা।
হানেমান এ অধ্যায়
অনুযায়ী রোগীকে সাময়িক উপশমের কথা বলেননি। তিনি প্রকৃত আরোগ্যের কথা বলেছেন অর্গাননের
ইংরেজি অনুবাদে যা বুঝাতে কিওর
(cure) শব্দটি
ব্যবহার করা হয়েছে।
আমি মনে করি এ শব্দের
গভীরে লুকনো রয়েছে স্বাস্থ্য পুনঃ সংস্থাপনের (restore) মৌলিক দিকনির্দেশনা।
Cure:
C-Complain / Confident
U-Umbra / useful
R-Read / Realize
E-Evalute / Effective
এ
থেকে অনুধাবন করা যায় একজন চিকিৎসক,
রোগীর কাছ থেকে, রোগের সমস্যা সমূহ আত্মবিশ্বাস ও বিশ্বস্ততার
সাথে প্রয়োজনীয় উপসর্গ সমূহ জানবেন,
অনুধাবন করবেন এবং
মূল্যায়নের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। এক্ষেত্রে চিকিৎসকের সকল কার্যক্রম অবশ্যই
অর্গাননের নির্দেশিত ও নির্ধারিত পথে পরিচালিত হতে হবে।
এ বিষয়ে
অর্গানন অভ্ মেডিসিন-এর ১নং অধ্যায়ের পাদটীকা থেকে আমরা একটি
দিকনির্দেশনা পেতে পারি।
এখানে
কিছু বর্জনীয় বিষয়সমূহ উল্লেখ করা হলো। একজন চিকিৎসকের যে সকল বিষয় সমূহ পরিহার
করা উচিত,
যথাঃ-
১। জীবন প্রক্রিয়ার অভ্যন্তরে রোগ অন্বেষণ, কল্পনাপূর্ণ মতবাদ ও অনুমানভিত্তিক পদ্ধতি।
২। দূর্বোদ্ধ শব্দ, জাকজমকপূর্ণ অভিব্যক্তি প্রকাশের বাহাদূরী।
৩। দাম্ভিকতা, প্রতারণা বা জ্ঞানী হবার ভান।
৪। রোগের অদ্ভুত বৈচিত্র ও তাদের নিকটতম
কারণ (যা চিরকালই অজ্ঞাত থাকে)
অতঃপর একজন চিকিৎসক
আন্তরিকতার সহিত যে সকল বিষয় গ্রহণযোগ্য বলে বিবেচনা করবেন তা হলো-
১। সত্যিকার/আদর্শ চিকিৎসক হওয়া (২-৪)।
২। জীবন-প্রক্রিয়ার বাহ্যিক প্রকাশ
অনুসন্ধানে যথাযথ
পদ্ধতি। (লক্ষণ
সমষ্টি ৫-৮,
১৪-১৮)
৩। রোগ সৃষ্টির কারণ। জীবন প্রক্রিয়ার অবস্থা, (জীবনীশক্তি-৯-১০, ৩১-৩৩)ঃ ক। প্রকৃতি
খ। প্রবণতা
৪। রোগমুক্তির জন্য সত্যিকার কাজ করা। (রোগ আরোগ্যের জ্ঞান ১১-৭০)
গ্রহণীয় বিষয়ে
সমূহের মধ্যে আজকের আলোচনার সাথে যা সংহতিপূর্ণ তা'হলো- সত্যিকার/আদর্শ চিকিৎসক হওয়া (১-৫),
এজন্য তাকে হতে হবেঃ
ক। আদর্শ আরোগ্য বিধায়ক। (২)
খ। প্রকৃত চিকিৎসা বিজ্ঞানী। (৩)
গ। স্বাস্থ্য সংরক্ষক। ( ৪ )
ঘ। উত্তেজক ও মূল কারণ (মায়াজম) অনুসন্ধানী । (৫)
আলোচনা থেকে জানা
গেল
২। স্বাস্থ্যে পুনঃ সংস্থাপন-এর বাস্তব দিক নির্দেশনা সমূহ ।
এবার
আমরা তৃতীয় আলোচ্য বিষয়টি আপনাদের সামনে পেশ করতে চাই।
৩। নতুন পদ্ধতিই দ্রুত আরোগ্যের প্রধান হাতিয়ার।
চিকিৎসার
সর্বোচ্চ আদর্শ সম্পর্কে হানেমান বলেন,
"দ্রুত, স্বাচ্ছন্দে ও স্থায়ী ভাবে পূর্ব স্বাস্থ্য
ফিরিয়ে আনাই আরোগ্যের চূড়ান্ত আদর্শ"। (অর্গানন অধ্যায়- ২)
এ থেকে
আমরা বুঝতে পারি, আমাদের উচিত, সামগ্রিক ভাবে ব্যাধিকে নির্মূল ও বিনাশ
করে রোগীকে স্বাস্থ্যে ফিরিয়ে আনা ।
কিন্তু কী ভাবে ? তার তিনটি দিক নির্দেশনাও এখানে উল্লেখ
করা হয়েছে।
১। সত্ত্বর দ্রুত
-স্বল্পতম
সময়ে
২। বিনাকষ্টে/স্বাচ্ছন্দে
-নির্দোষ
উপায়ে
৩। অপরিবর্তনীয়/স্থায়ী ভাবে---সহজ বোধ্য নীতির সাহায্যে।
লক্ষ্য-উদ্দেশ্যঃ
*পূর্ব স্বাস্থ্য ফিরিয়ে দেয়া
ক। আদর্শঃ *দ্রুত * নিরুপদ্রবে *স্থায়ীভাবে
খ। নীতিঃ বিশ্বাস যোগ্য ও সহজ বোধ্য গ। পদ্ধতিঃ সহজ সরল
অর্গানন, অধ্যায়- ২৪৬
“এই সময়কে অর্ধেক, এক চতুর্থাংশ বা তা' অপেক্ষাও কম করা সম্ভব হলে রোগীকে আরো
অনেক তাড়াতাড়ি আরোগ্য করা যায়।”
শর্তঃ
ক। ওষুধ সুনির্বাচিত ও সদৃশ হতে হবে ।
খ। ওষুধ উচ্চশক্তিতে (২৪৭), জলেগুলে, যথাযথ ক্ষুদ্রমাত্রায় প্রয়োগ করতে হবে
। (ওষুধ প্রস্তুত ২৬৯-২৭০)
৩। নতুন পদ্ধতিই দ্রুত আরোগ্যের প্রধান হাতিয়ার
।
৪। আরোগ্যের ক্ষেত্র ও চিকিৎসকের প্রস্তুতি
পর্বসমূহ ।
বিশেষ গুণ, জ্ঞান ও বৈশিষ্ট্য
(প্রকৃত চিকিৎসক, স্বাস্থ্য সরক্ষক)
বিষয়ঃ
*রোগে যা আরোগ্য যোগ্য (রোগ শক্তি)ঃ অনুচ্ছেদ -১৮,,
*সর্বাপেক্ষা উপযোগী ওষুধ জানা (ওষুধ নির্বাচন ৮৩-১০৪),৭১-১০৪
*ওষুধের আরোগ্যকারী শক্তির জ্ঞান (ওষুধ শক্তি) ১৯-৭০,
১০৫-১৪৫
*ওষুধ প্রয়োগঃ। ১৪৬-২৯১, (ওষুধ
প্রস্তুত ২৬-২৭১),
(সঠিক
মাত্রা ২৭২-২৮৩),
(সহায়ক আরোগ্য ২৮৪-২৯১)
*আরোগ্য প্রতিবন্ধকতা অপসারণ ও স্বাস্থ্য সংরক্ষণ ৩-৪
আরোগ্যকিরী চিকিৎসকের
গুণ ও বৈশিষ্ট্য
স্মরণ রাখার জন্য
দুটি কথা জানতে হবে, আরোগ্য করতে হবেঃ
ক। কি (What)
খ। কি ভাবে (How)
কি (৩টি) ও কি ভাবে (৩টি) আরোগ্য করতে হবে? এখানে মোট ৬টি বিষয়ের দিক নির্দেশনা রয়েছে---
ক । কি অরোগ্য করতে হবেঃ (৫-৮,
৯–১৮, ৭২-৮২,
১৭২-২৪৪ / ১৯- ৭১,
১০৫-১৪৫/ ২৪-৭১)
১। রোগে কি আরোগ্য করতে হবে। (What is to be cured in disease)
২। ওষুধের আরোগ্যকারী শক্তি কি? (What is curative in medicines)
৩। স্পষ্টভাবে ব্যাখ্যাত মূলনীতি কি?
(What is clearly defined principles)
খ। কি ভাবে আরোগ্য করতে হবেঃ
(৮৩-১০৪,
১৪৬-১৭১, ২০৬-২০৯,
২৪৫-২৬৩ / ২৬৪-২৭১
/ ২৭২-২৯২)
১। সর্বাপেক্ষা উপযোগী ওষুধ নির্বাচন
(suitability of the medicine most appropriate,
choice of the remedy)
২। ওষুধ প্রস্তুত, প্রয়োগ ও পুনঃ প্রয়োগ (exact mode of preparation, proper
dose, repeating the dose)
৩। আরোগ্যের প্রতিবন্ধকতা অপসারণ
(obstacle to recovery, remove them)
আরোগ্যকারী চিকিৎসককে
জানতে হবে
১। রোগ-বিজ্ঞান
২। ভেষজ বিজ্ঞান
৩ । প্রয়োগ নীতি
৪ । আরোগ্য পথে বাধা
#রোগী আরোগ্যে জন্য
*একজন চিকিৎসককে প্রকৃত আরোগ্য বিধায়ক
হতে হবে ।
*রোগ উৎপাদনকারী অবস্থাসমূহ অপসারণ করতে
হবে ।
*মানুষকে সুস্থ রাখার উপায় জানতে হবে।
তবেই তিনি হবেন স্বাস্থ্য-সংরক্ষক (Preserver of Health)
৪ । আরোগ্যের ক্ষেত্র ও চিকিৎসকের প্রস্তুতি
পর্বসমূহ ।
দ্রুত আরোগ্যের জন্য
আলোচ্য বিষয় থেকে
জানা গেল
১। অর্গাননের নিয়ম-নীতিই দ্রুত আরোগ্যের প্রধান উপাদান ।
২। স্বাস্থ্যে পুনঃ সংস্থাপন-এর বাস্তব দিক নির্দেশনা সমূহ ।
৩। নতুন পদ্ধতিই দ্রুত আরোগ্যের প্রধান হাতিয়ার
।
৪। আরোগ্যের ক্ষেত্র ও চিকিৎসকের প্রস্তুতি
পর্বসমূহ ।
Theory, Restore, Administration,
Disease (TRAD)
সমাপ্ত
বাংলাদেশ
হোমিওপ্যাথিক পরিষদ, কেন্দ্রীয় কমিটি আয়োজিত অন-লাইন উচ্চতর
প্রশিক্ষণ ক্লাসে আলোচনার সারসংক্ষেপ, অর্গাননঃ পর্ব-৩
(লেখক পরিচিতিঃ ডাঃ
কে এম আলাউদ্দীন,
কেন্দ্রীয় সহ-সভাপতি, বাংলাদেশ
হোমিওপ্যাথিক পরিষদ। চেম্বারঃ ফকির বাড়ী রোড (এন্তাজ মঞ্জিল), বরিশাল। মোবাইল নংঃ ০১৭১১-১০ ৮৩ ২৫ WWW.dkmaluddin@gmail.com blog:
dkmalauddin.blogspot.com / YouTube: dr.km alauddin
No comments:
Post a Comment