হোমিওপ্যাথির আলো (১-৭) - Dr. KM Alauddin

Latest

Friday, July 2, 2021

হোমিওপ্যাথির আলো (১-৭)

হোমিওপ্যাথির আলো 

(১-৭)

 ডাঃ কে এম আলাউদ্দীন 

 ১ 

মানুষের কল্যাণ চিন্তা থেকে হানেমান কখনো বিচ্যুত হননি। তাই তিনি সুস্পষ্টভাবে বলতে পেরেছেন, "সত্বর, সস্বচ্ছন্দ ও স্থায়ীভাবে স্বাস্থ্য ফিরিয়ে আনাই আরোগ্যের চূড়ান্ত আদর্শ।"-(অর্গানন-২)। সে আদর্শ বাস্তবায়ন করার লক্ষ্যে,পূর্ণাঙ্গ চিকিৎসা পদ্ধতি হিসেবে আমাদের সকলকে সম্মিলিতভাবে, অর্গানন ৬ষ্ঠ বা শেষ সংষ্করণ প্রবর্তন করতে হবে। 

 হানেমান অর্গানন ২৪৬ অধ্যায়ের ১৩২ পাদটিকায় বলেন, "জীবনীশক্তির অবাঞ্ছিত প্রতিক্রিয়া রোধ করার জন্য আমি ৫ম সংস্করণের এ অনুচ্ছেদের উপর সুদীর্ঘ পাদটিকায় যা বলেছিলাম তা তখনকার অভিজ্ঞতা প্রসূত।" মূলত: হানেমান এখানে পূর্ব চিকিৎসা পদ্ধতি বাতিল করেন। এবং সুস্পষ্ট ভাষায় জানিয়ে দেন, "বিগত ৪/৫ বছরে আমার নূতন, পরিবর্তিত ও পূর্ণাঙ্গ প্রথায় এ সমস্ত সমস্যার সামগ্রিক সমাধান হয়েছে।" বর্তমান এ পদ্ধতি ৫০সহস্রতমিক পদ্ধতি নামে প্রচলিত। কোন ধরণের মন গড়া অপব্যাখ্যায় বিভ্রান্ত না হয়ে আমরা যেন হানেমানের পথ অনুসরণ করে রুগ্ন মানুষের কল্যাণের পথে নিজেকে পরিচালিত করি। 

 ৩

 "সুতরাং সদৃশ পদ্ধতি (Homoeopathic) ছাড়া রোগে ঔষধ প্রয়োগের অন্যকোন কার্যকর পদ্ধতি থাকতে পারে না (অর্গানন, অধ্যায়-২৪)।" হানেমানের অনুসারী হিসেবে আমাদের উচিৎ, "অর্গাননভিত্তিক ঔষধনীতি প্রচলন ও প্রতিষ্ঠার চেষ্টা চালানো। এবং হোমিওপ্যাথির নামে হোমিও বিজ্ঞান বিরোধী সকল ঔষধ আমদানি /ব্যবহার বন্ধ করে মূল্যবান বৈদেশিক মুদ্রার অপচয় রোধ করার চেষ্টা করা (সংবিধান, বাহোপ)।" এ বিষয়ে আমারা সকল চিকিৎসকই একমত কারণ, "এ আরোগ্য-কলার একমাত্র ও অব্যর্থ সিদ্ধান্ত----সর্ব প্রকার সতর্ক পরীক্ষা-নিরীক্ষা ও যথার্থ অভিজ্ঞতা হতে গ্রহণ করা হয় (অর্গানন, অধ্যায়-২৫)।" 

 ৪

 হানেমান ছিলেন তৎকালিন সময়ের প্রচলিত চিকিৎসা ব্যবস্থার (এলোপ্যাথির) একজন শ্রেষ্ঠ চিকিৎসক। এলোপ্যাথি নামটিও হানেমানের দেয়া, যা হোমিওপ্যাথির উল্টো অর্থ বহন করে। এ হোমিওপ্যাথি বা সদৃশ চিকিৎসা বিধান প্রতিষ্ঠার জন্য তিনি দেশ ত্যাগ করেছেন, জেল জুলুম সবই সহ্য করেছেন; আদর্শ ছাড়েননি। আজ এক শ্রেণীর অর্থলোভী চিকিৎসক হানেমানের নামেই তার পরিত্যাক্ত পদ্ধতির কাছে অবলীলায় বিক্রি করে দিচ্ছে আপন সত্ত্বা। হোমিওপ্যাথির স্বার্থে, মনব কল্যাণে ফিরে দাঁড়াবার এখনই সময়। ৫

 একটা পোস্ট দিয়েছিলাম, যাতে আমরা সকলে মিলে সঠিক হোমিওপ্যাথির চর্চা করতে পারি। সে খানে হানেমান শব্দটা লিখেছিলাম কারণ, ইংরেজী, "হ্যানিম্যান (Hahnemann)" শব্দটার জার্মান উচ্চারণ হচ্ছে "হানেমান'(ডা: গুরুদাস সরকার)। তা ছাড়া, ডা: গুরুদাস সরকার 'হানেমান' লিখতেন এবং ডা: জহুরুল ইসলাম, ডা: মো: শারফুল আলম ও ডা: ত্রিগুনানাথ বন্দ্যোপাধ্যায় সহ অনেকেই এ জার্মান উচ্চারণটাই লিখতেন। এটা ভাষাবিদদের আলোচনার বিষয়। অর্গাননের সঠিক পদ্ধতি অনুযায়ী চিকিৎসা পদ্ধতির প্রচলন হোক এটাই আমার একমাত্র কাম্য। ভাষাবিদদের স্থানে না বসে আসুন না আমরা সবাই মিলে হানেমানের শ্রেষ্ঠ সম্পদ অর্গানন ৬ষ্ঠ সংষ্করণ-এর আলাকে সঠিক মানের চিকিৎসক হিসেবে নিজেকে গড়ে তুলি এবং রুগ্ন মানুষের কল্যাণে আত্ম নিয়োগ করি। 

 হোমিওপ্যাথিক চিকিৎসা বিজ্ঞানের কয়েকটি মৌলিক দিক নির্দেশনা রয়েছে, যা না মনলে তাকে হোমিওপ্যাথিক চিকিৎসক বলা যায় না। 

    বিষয়গুলো হল:- 

        ১। রোগীর চিকিৎসা করতে হবে। 

        ২। লক্ষণ সমষ্টি জেনে, ব্যক্তিস্বাতন্ত্র্য নির্ণয়ের আলোকে চিকিৎসা করতে হবে।

         ৩। স্বাস্থে পুন:সংস্থাপন করা। 

        ৪। প্রুভিংকৃত ঔষধের মাধ্যমে চিকিৎসা করতে হবে। 

        ৫। শক্তিকরণ করতে হবে, অর্গাননের অনুচ্ছেদ ২৬৯, ২৭০ এর নিয়ম অনুযায়ী। 

        ৬। ঔষধ, সদৃশ হবে 

        ৭। ঔষধ, একক প্রয়োগ করতে হবে। 

        ৮। ঔষধ, মাত্রা হবে সূক্ষ্ম (অ,অ-২৭২ অনুযায়ী) প্রশ্ন জাগে ৫০সহস্রতমিক পদ্ধতির বাইরে গিয়ে কি হোমিওপ্যাথি পূর্ণতা পাবে? 

৭ 

সকালে আমরা এক সাথে একটি বিশেষ অনুষ্ঠানে যাব। যাবার ১/১½ ঘন্টা পূর্বে তিনি জানালেন, ভোর থেকে বাহ্য নরম, ৪/৫ বার তার পিচকারী দিয়ে বাহ্য হয়েছে, যেতে পারবেন না। আরো কিছু লক্ষণ জেনে Croton Tig 2/0 থেকে ১টি দানা জিহ্বার উপর দিয়ে, ½ ঘন্টা পর জানাতে বলা হল। ½ ঘন্টা পর তিনি জানালেন, তিনি অনুষ্ঠানে যাবেন, তেমন কোন সমসা এখন তিনি অনুভব করেন না, পরেও তার কোন সমস্যা হয়নি। বি:দ্র: অর্গানন অনুচ্ছেদ ২৭২ অনুযায়ী ১০নং অনুবটিকার একটি দানাই ক্ষুদ্রতম একমাত্রা। তবে প্রথম মাত্রা এভাবে দেয়া গেলেও দ্বিতীয়বার শক্তি পরিবর্তন ছাড়া এভাবে দেয়া যাবে না। ***

No comments:

Post a Comment