এমনও হতে পারে-১৪
কে এম আলাউদ্দীন
রং বে-রঙ্গের মানুষ, চোখ-কান-নাক /
আকার-আকৃতি অবয়ব কোন কিছুতেই কোন মিল নেই/
ভিন্ন ভিন্ন ভাষা, চিন্তার অনৈক্য, সময় গড়িয়ে চলছে, কেন্দ্রবিন্দু এক ও একক।
একদিন সবাই জেগে উঠবে, একসাথে একই লক্ষ্য-উদ্দেশ্য নিয়ে;/
ভুলে যাবে অহংকার, আত্মমর্যদা /
রাজা-প্রজার সব ভেদাভেদ ভুলে জেগে উঠবে একটি বিশ্বাস নিয়ে।
৫/১২/১৯. বরিশাল।
No comments:
Post a Comment