- Dr. KM Alauddin

Latest

Saturday, December 7, 2019

এমনও হতে পারে-১৫
কে এম আলাউদ্দীন

কোন কিছুই এখন আর সরল পথে চলে না
সবই যেন সর্পিল, বাঁকা ; বাতাসে ফণাতোলার শোঁ-শোঁ শব্দ
মাটিতে সবুজ জন্মে না, রাজ পথে কথিত সভ্যতার কালো ধোঁয়া।
ভাঙ্গা আকাশ,টকটকে লাল সূর্যের বুকে বিদ্রোহের আগুন
জলজ হায়নার ধ্বংসাবশেষ থেকে ধেয়ে আসছে উম্মুক্ত ফাগুন
আবার দখিন হাওয়ার বুকে মুক্ত সবুজ স্বাধীনের ছোঁয়া।

৫/১২/১৯, বরিশাল।

No comments:

Post a Comment