সুরের বাঁশি
কে এম আলাউদ্দীন
অবশেষে এই খানে এই খড়ের ঘরে স্বপ্নগুলো পোড়তে পোড়তে রয়েই যাবে/
কিংবা রঙিন জীবন স্রোতে স্বপ্ন-বরফ ভাসতে ভাসতে নিরব-গ'লে রয়েই যাবে/
একলা পাখি শূন্য-নীলে উড়তে উড়তে পাখার হাওয়ায় অসীম পথে হারিয়ে যাবে।/
পথ হারিয়ে পথের নেশায় আঁকাবাকা অনেক পথের ভিরে/
সকাল থেকে সারাবেলা দেহের ছায়া ঘুরছে স্বপ্ন তীরে /
বদ্ধঘরে গুমোট হাওয়া উদাস ব্যাকুল সুরের বাঁশি কাঁদছে আপন নীড়ে।
১০/০৫/১৯, বরিশাল।
No comments:
Post a Comment