১২/০১/১৮ তারিখ বাংলাদেশ হোমিওপ্যাথিক
পরিষদের উদ্যোগে, খুলনা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ মিলনায়তনে, দিনব্যাপি এক সফল
বিজ্ঞান সেমিনার-১৮ অনুষ্ঠিত হয়। হোমিওপ্যাথির বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করেণ,
বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদের কেন্দীয় সহ-সভাপতিবৃন্দ সর্বজনাব ডাঃ এ কে এম শহীদ উল্লাহ, ডাঃ কে এম আলাউদ্দীন ও
ডাঃ নাজির হোসেন এবং কেন্দ্রীয় কার্য্য নির্বাহী সহস্য ডাঃ ধীমান রায়। অনুষ্ঠানে
সভাপতিত্ব করেণ, অত্র কলেজের অধ্যক্ষ ডাঃ এন এম শামীমুল ইসলাম।
এ সেমিনারে প্রধান অতিথি ও মূল
অনুপ্রেরণাশক্তি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচীব (বাহোপ) ডাঃ মোঃ
নজরুল ইসলাম খান। বিশেষ অতিথিবৃন্দ হলেন সন্মানিত বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ডের
সদস্য সর্বজনাব ডাঃ মোঃ আনিসুর রহমান মিন্টু ও ডাঃ মোঃ ইস্রাফিল হোসেন মুন্সী।
যাদের অক্লান্ত পরিশ্রমে এ অনুষ্ঠান
সার্থক হয়েছে তারা হলেন, কেন্দ্রীয় কার্য্য নির্বাহী সদস্যবৃন্দ (বাহোপ) ডাঃ
আজহারুল ইসলাম (আহবায়ক, আয়োজক কমিটি), ডাঃতারক চন্দ্র রায় (সদস্য সচীব, আয়োজক
কমিটি) এবং নব নির্বাচিত ছাত্র পরিষদ (বাহোপ)-এর সকল সদস্যসহ কলেজের সকল
ছাত্র-ছাত্রীবৃন্দ।
No comments:
Post a Comment