- Dr. KM Alauddin

Latest

Thursday, January 4, 2018

আবর্জনার স্তূপ
কে এম আলাউদ্দীন

এখানে ওখানে আবর্জনার স্তূপ, অলস
প্রজাপতিগুলো ঢলে পড়ছে পঙ্কিলতায়
মহান ব্যক্তিত্বের ছায়া দেখে ওরা লজ্জিত
সাজানো বাগানের পরিচিত পথের নেশায়
ওরা পথ খুঁজে পেতে চায়।

ভেঙে পড়ছে নিয়ম কানুন, বিশৃঙ্খল পথ,
জলজ প্রাণীর দাপটে
মাটি কাঁপছে, ফসল-প্রাণে
যন্ত্রণার উল্লাস
পাহাড়-উচু কংকৃটেরর বুকে
রক্তাক্ত আলপনা যেন
দুঃস্বপ্নের ঘোরে আর্তনাদ করছে।

চারিদিকে আকাশের হিংস্রতা, প্রকৃতির
অমানবিক খামখেয়ালী দাপটের তিব্রতা
আয়নায় সব ছবিগুলো
একটি ধ্বংস স্তূপের
ছবি হয়ে পড়ে আছে।

০৫/১০/১৬, বরিশাল

No comments:

Post a Comment