- Dr. KM Alauddin

Latest

Tuesday, November 28, 2017


বেশ দেমাগে-৫
কে এম আলাউদ্দীন

কর্ম ছাড়া ধর্ম করে মানুষ নামের মুখোশ পরে
ইতি-উতি বেতাল চালে মানবতার রাজ প্রাসাদে
বেশ দেমাগে, পায়ের উপর পা বিছিয়ে
খেলছো খেলা! যা আশে তাই বলছো মুখে!
মানুষ হয়ে মানুষ খোঁজ নিজ আবাসে, পেয়ে যাবে
একটুখানি ভেবে দেখো রূপের ঘরে অরূপ যেন উঁকিমারে।

দেহের ভাঁজে সভ্যতা নেই, মানুষ ভাসে নাফ নদীতে
খেয়ালখুশির বিধান-গড়া মানবতার খেলার মাঠে
না জেনেই জীবন বিধান, নিজকে সদা ভাবছো শেয়ান?
বেশ দেমাগে আকাশ কুসুম ভেবেভেবে ডুবসাঁতারে
মোহের জালে ঢেউ তুলে ঐ আবিরমাখা শানবাঁধানো
শখের তীরে হাসছো কেন পায়ের উপর পা দুলিয়ে?

১২/১১/১৭, বরিশাল।

No comments:

Post a Comment