প্রথম শিহরণ - Dr. KM Alauddin

Latest

Thursday, October 19, 2017

প্রথম শিহরণ

প্রথম শিহরণ

কে এম আলাউদ্দীন

একটা নূতন স্পর্শ প্রকৃতির ছায়া, প্রবাহিত
মুগ্ধ নদীর অমৃতসুধা, বাতাসে বাতাসে
কেমন এক ভিন্ন অনুভূতি; সব যেন
নিয়মের মিহিসূতোয় বাঁধা। ছিমছাম
ঘরের আসবাবপত্র সরল উঠোন জুড়ে
জীবন জীবন গানে অচঞ্চল, স্থীর
দু’টি প্রাণ বিশ্বাসের বৃক্ষছায়ার নিচে
নিরন্তন স্বপ্নের সাজে একান্তে বিভোর।

অবেলায় কাক ডাকে, ঘুমনিয়ে রাত
নিদ্রাহীন, শুন্যতার সিঁড়ি বেয়ে, ডাকে
নূতন এক ভাষা, দিগন্তজুড়ে আবেগ বিছায়
আলো আঁধারের মায়াময় এ এক কৌতক-খেলা।


১৮/১০/১৭, নিজ বাসভবন, বরিশাল। 

No comments:

Post a Comment