আত্ম প্রতিকৃতি - Dr. KM Alauddin

Latest

Monday, July 3, 2017

আত্ম প্রতিকৃতি

আত্ম প্রতিকৃতি
কে এম আলাউদ্দীন

সময়-বৃক্ষ আজন্মের ছায়া
আলো-জল-হাওয়া ও মাটির লালিত সন্তান
বন্ধনহীন গতি
আপন খেলায় বিমুগ্ধ, চির চঞ্চল, প্রবাহমান
মাতৃগর্ভ থেকে বহমান শিরায় শিরায়
প্রেম-প্রীতি-ভালোবাসা আশা ও বিশ্বাস
রং বদলায়, খেলার আঙিনায় ভাঙে আর গড়ে

চাঁদ জাগে নিভে যায় কিংবা আপন নীড়ের টানে
চলে যায় ভিন্ন ঠিকানায়
অন্ধকার পড়ে থাকে একা
নির্জনে অসহায় ক্ষয়ে যায় তিলে তিলে
সু-মসৃণ সাজানো কোন এক
অজানার জীবন্ত ঈশারায়

অরণ্যে সবুজ নড়ে পাতার হৃদয় থেকে
টুপটাপ ঝরে পড়ে
জীবনের বিষন্ন, ক্লান্ত অশ্রু-শিশির
মনে হয়, জলের ভেতর থেকে
মরুতে হারিয়ে যায় জলের কল্লোল

বৃক্ষেরা অনড় দাঁড়িয়ে থাকে
হলুদ হাওয়ায় পোড়ে প্রকৃতির সবগুলো
হিসেবের খাতা
একে একে জীবনের তারাগুলো
খসে খসে শূন্যে মিলায়

বৃক্ষ জমিন শুষে নির্বিকার ছায়া
উদাস প্রান্তর ছুঁয়ে শুধু পথ হাঁটে
হলুদ পাতারা আপন নেকাব খুলে
সময়ের তালে তালে শব্দহীন ঝরে পড়ে
ভেসে আসে প্রতিক্ষার সুর
অসীমের বাঁধভাঙা মহা আয়োজন।

২৬/০৬/১৭, বরিশাল।

No comments:

Post a Comment